শিরোনাম
“হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল এর তৎপরতায় বিকাশ হতে প্রতারনাপূর্বক হাতিয়ে নেয়া টাকা উদ্ধারপূর্বক মালিককে ফেরত প্রদান”
বিস্তারিত
“হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল এর তৎপরতায় বিকাশ হতে প্রতারনাপূর্বক হাতিয়ে নেয়া টাকা উদ্ধারপূর্বক মালিককে ফেরত প্রদান”
জনৈক গোলাম মোহাম্মদ বাবু নোয়াহাটি বাজারস্থ নওরীন এগ্রো নামক বিকাশ এজেন্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। গত ০৪-০৬-২০২৩খ্রি. তারিখ অত্র জেলার মাধবপুর থানায় জিডি নং-২০৫, তাং-০৪-০৬-২০২৩খ্রি. মূলে লিখিতভাবে জানায় যে, কোন এক অজ্ঞাত ব্যক্তি প্রতারনা করে তার কাছ হতে ওটিপি নিয়ে তার দুইটি বিকাশ নাম্বার হতে মোট ৩৮,৩৯০/- (আটত্রিশ হাজার তিনশত নব্বই) টাকা নিয়ে যায়।
পরবর্তীতে উক্ত নাম্বারে যোগাযোগ করলে প্রতারক ব্যক্তির নাম্বার গুলো বন্ধ পাওয়া যায়।
পরবর্তীতে ভিকটিম পুলিশ সুপারের কার্যালয়ে আসলে অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), হবিগঞ্জ জনাব মোঃ শামসুল হক এর নেতৃত্বে বিষয়টি হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং টিম এর তৎপরতায় প্রতারণা করে বিকাশ নাম্বার হতে নিয়ে যাওয়া ৩৮,৩৯০/-টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়।